অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ  যুব গেমসের উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২৩ রাত ১০:২৪

remove_red_eye

২৫৩



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর  উদ্বোধন করা হয়েছে । বুধবার  সকালে  ভোলা পুলিশ লাইনস মাঠে এর উদ্বোধন করেন  ভোলা জেলা প্রশাসব মো: তৌফিক ই-লাহী চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আয়োজনের সদস্য সচিব ইয়ারুল আলম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর ব্যবস্থাপনায় ও বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস এর পৃষ্টপোষকতায় শেখ কামাল যুব গেমস ভোলায় ৫টি ইভেন্টে ৫ জন আহবায়ক মনোনিত করে এ আয়োজনটি সাজানো হয়েছে। এ্যাথলেটিকসে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফয়সেল, ফুটবলে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী। ব্যাডমিন্টনে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তানভীর হায়দার রাজিব চৌধুরী, কাবাডিতে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাইফুল আলম কাজী বাবু, বক্সিংয়ে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আবদুল আলীম আরিফ।  ৫টি ইভেন্ট এর খেলা গুলো ভোলা পুলিশ লাইনস মাঠ,ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ ও সদর উপজেলা পরিষদ চত্বর ক্যাম্পাসে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।





আরও...