অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে গৃহবধূর হাত  পা ভেঙ্গে দিয়েছে স্বামী


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২৩ রাত ০৯:৪৪

remove_red_eye

৩৫১

চরফ্যাশন সংবাদদাতা: ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ গ্রামে মঙ্গলবার সকালে আনোয়ারা (৩৬), নামের গৃহবধূর হাত পা ভেঙ্গে দিয়েছে তার স্বামী সামসু। স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
আহত গৃহবধূ জানান, তার স্বামী কাছে ছেলে মেয়ের স্কুলের বেতনের টাকা চাইলে এই নিয়ে কথার কাটাকাটি হয় এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে হাতে পায়ে ব্যাপক পিঠে হাত পা ভেঙ্গে দেয়। তার স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।