অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


সমন্বিত প্রচেষ্টায় ভোলার আর্থ সামাজিক অবস্থার উন্নতি করা সম্ভব


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৩ রাত ০৯:৫৮

remove_red_eye

২৪৫

বাংলার কন্ঠ প্রতিবেদক: গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেছেন, সমন্বিত প্রচেষ্টায় সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে ভোলার আর্থ সামাজিক অবস্থার উন্নতি করা সম্ভব। তিনি আরও বলেন, দারিদ্র্য বিমোচণের মাধ্যমে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে হবে। রবিবার (১ জানুয়ারি) বিকেলে ভোলার আলতাজের রহমান কলেজ মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর ২৫ বছর পূর্তি ও রজত জয়ন্তী উপলক্ষে সংস্থা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হাদিছ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পরিচালক (কর্মসূচি) হুমায়ুন কবির, ক্ষুদ্র ঋণ পরিচালক জাকির হোসেন, এডভোকেসি লিগ্যাল এন্ড কমপ্ল্যান্স এডভোকেট বিথী ইসলাম, অতিরিক্ত পরিচালক মোঃ আজাদ হোসেন, মোস্তফা কামাল, সংস্থার প্রাক্তন চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, মেজবাহ উদ্দিন, প্রশিক্ষন কর্মকর্তা মামুনুর রশিদ মাসুম। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ ও রেডক্রিসেন্ট’র সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, স্বর্ণ ব্যাবসায়ি সমিতির সাধারণ সম্পাদক অবিনাশ নন্দি। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ হাসান। সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন তালহা তালুকদার বাধঁন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নকুল কুমার বিশ্বাস ও স্থানীয় শিল্পীরা। এছাড়া সংস্থার প্রধান কার্যালয়সহ প্রতিটি শাখা অফিসে ২৫ বছর পূর্তিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।





আরও...