অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের অভিনন্দন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২২ রাত ১০:১৬

remove_red_eye

৩৮৫





বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, সাবেক ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা এসি ল্যান্ড আলী সুজা, কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এস এম শাফিউল কিঞ্চল। এছাড়াও নির্বাচনের ফল ঘোষনার সাথে সাথে ফুল দিয়ে নতুন কমিটিকে শুভেচ্ছা জানান জেলা চেম্বার অব কমার্সের পরিচালক ও জেলা নাগরিক সমাজের সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। এর পর ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা শ্রমিক লীগের সভাপতি হারুন হাওলাদার ও সম্পাদক মোঃ ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নব নির্বাচিত কমিটিকে আরো শুভেচ্ছা জানান, ভোলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে,জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জেলা টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশন, জেলা টেলিভিশন ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশন, ভোলা জেলা পত্রিকা হকার্স সমিতিসহ বিভিন্ন সংগঠন।





আরও...