বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২২ রাত ০৯:৫০
১৭৬
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ বেতার প্রতিনিধি এম হাবিবুর রহমান এবং সম্পাদক পদে যুগান্তর ও আরটিভির প্রতিনিধি অমিতাভ রায় অপু পুনরায় নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪০ জন ভোটারের মধ্যে ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে দুপুর ২টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, সদস্য মুক্তিযোদ্ধ সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদস্য এ্যাডভোলেট নুরুল আমিন নুরুন্নবী।
এদিকে একক প্রার্থী হওয়ায় সভাপতিসহ ৯টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন ৯ জন। শনিবার কেবল সহ-সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি পদে ১৮ ভোট পেয়ে ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিনিধি কামাল উদ্দিন সুলতান ও সম্পাদক পদে ২৭ ভোট পেয়ে দৈনিক যুগান্তর ও আরটিভি প্রতিনিধি অমিতাভ রায় অপু নির্বাচিত হয়েছে। ২০২৩-২০২৪ সালের জন্য নির্বাহী কমিটি গঠনের লক্ষে ভোলা প্রেসক্লাব নির্বাচন'২২ পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করেছেন ভোলা জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট নুরুল আমিন নূর নবী। ভোট গ্রহণ শেষে উপস্থিত সকল সদস্যদের সামনে ভোট গনননা করে নির্বাচন'২২ পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা ফলাফল ঘোষনা করেন।
অপর দিকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন, সভাপতি পদে এম. হাবিবুর রহমান (বাংলাদেশ বেতার), সহ সম্পাদক পদে হোসাইন সাদী (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক পদে এম হেলাল উদ্দিন(জিটিভি), দপ্তর সম্পাদক পদে এম ছিদ্দিক উল্ল্যাহ (এটিএন বাংলা), ক্রীড়া সম্পাদক মোঃ কামরুল ইসলাম (একাত্তর টিভি) , গ্রন্থগার সম্পাদক পদে তৈয়বুর রহমান (বাংলাদেশ টেলিভিশন), সাংস্কৃতিক সম্পাদক পদে জসিম রানা (মোহনা টেলিভিশন), নির্বাহী সদস্য পদে জুন্নু রায়হান (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়ান্টিফোর টিভি) এবং নাসির লিটন (সময় টেলিভিশন)।
অপর দিকে ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভোলা বারের সাবেক সভাপতি ও জেলা জজশিপের জিপি এ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এম ফারুকুর রহমান, সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এম আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সামসুদ্দীন সামসু ,ভোলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ সালের জন্য নির্বাহী কমিটি গঠনের লক্ষে ভোলা প্রেসক্লাব নির্বাচন'২২ পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করেছেন ভোলা জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট নুরুল আমিন নূর নবী। নির্বাচন পরিচালনা পরিষদ গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র গ্রহণ, ২০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ২১ ডিসেম্বর বাছাই, ২২ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৩১ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
স্কুল মাদ্রাসা ক্রিকেটে বরিশাল বিভাগে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
ভোলা জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক মাসুদ জমিনে মুক্তি
বোরহানউদ্দিনে অটোরিকশা চাপায় শিশু নিহত
তজুমদ্দিনের চরে কুকুরের কামড়ে হরিণের মৃত্যু
ভোলায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাস চাপায় নারীর মৃত্যু
প্রধানমন্ত্রী রোববার রাজশাহীতে ১,৩১৬.৯৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন
বিএনপির আন্দোলন চলে রিমোট কন্ট্রোলে অদৃশ্য নির্দেশে : ওবায়দুল কাদের
আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
পৃথিবী পঞ্চম শিল্প বিপ্লবে প্রবেশ করেছে : টেলিযোগাযোগ মন্ত্রী
ভোলায় কয়েক গুণ বেড়েছে শুটকির বাজার
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
ভোলায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ১০ জন করোনা আক্রান্ত
ভোলায় বাল্যবিয়ে কথা বলে চাঁদাদাবী : আটক হলো ২ কথিত সাংবাদিক
ভোলায় হাসপাতালের টেকনিশিয়ানসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত