অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লঞ্চে মৃতদেহ বহনে সক্ষম শীতাতপ  নিয়ন্ত্রিত কক্ষের দাবিতে মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২২ রাত ১০:৩১

remove_red_eye

২৬৮

এম শরীফ আহমেদ/ মোঃ ইসমাইল : প্রতিটি লঞ্চে অত্যাধুনিক সুবিধা সংযুক্ত মৃতদেহ বহনে সক্ষম শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায়ে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরমের আয়োজনে ভোলায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে ইলিশা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইয়ামিন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট আমিরুল ইসলাম বাছেদ, ইসলামী আন্দোলন এর জেলা সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান, আবৃত্তি সংসদের কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান পিংকু।
 
এ ছাড়া আরো বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ভোলা বøাড ব্যাংকের সভাপতি রাশেদুজ্জামান হ্যাভেন, ইসলামী যুব আন্দোলনের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, সাংবাদিক শাহরিয়ার জিলন, সাগর চৌধুরী, এম শরিফ হোসেন, বিডিএস এর সভাপতি সোলাইমান মামুন, স্বেচ্ছাসেবী সংগঠক বিল্লাল হোসেন, রাব্বি, ইমরান তাহের, সামছুদ্দিন।
 
বদ্বীপ ফোরাম এর সমন্বয়কারী মীর মোশারেফ অমির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন একুশে টিভির সাংবাদিক মেজবা উদ্দিন শিপু, জেলা যুবলীগ নেতা রোবায়েত শুশান, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মীর মোস্তাফিজুর রহমান রনি ভোলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক এইচ এম নাহিদ, সিএইচপি এর সভাপতি মাকছুদুর রহমান জিলানী, শিক্ষক হেলাল উদ্দিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও গণমাধ্যম কর্মীরা।


 





আরও...