অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মানবতার সেবায় কাজ করছে লেজপাতা তরুন প্রজন্ম


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২২ রাত ১০:২৩

remove_red_eye

৫৭১

দৌলতখান সংবাদদাতা: লেজপাতা তরুণ প্রজন্ম। ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের এক ঝাঁক তরুণের হাতে গড়া সংগঠন। এ মানবিক সংগঠনের যাত্রা ২০১৪ সালে ওই এলাকার মো: রাকিব পন্ডিতের হাত ধরে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের স্বেচ্ছাসেবীরা গ্রামের ছিন্নমূল শিশু, এতিম ও দুস্থদের মধ্যে খাদ্য, শিক্ষাসামগ্রী সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে আসছেন।
প্রাথমিক পর্যায়ে তাঁরা নিজেদের জমানো ও পরিবার থেকে পাওয়া হাত খরচের টাকায় এসব কার্যক্রম শুরু করেন। আস্তে আস্তে তাঁদের কাজে মুগ্ধ হয়ে পরিবার, আত্মীয়স্বজন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পাশে এসে দাঁড়ায়। করোনাকালে তাঁরা অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন হাসপাতালে করোনা রোগীর খাবার পৌঁছে দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ কাজ করেছিলেন। রমজানে তাঁরা এতিমখানা, দিনমজুর এবং স্বল্প আয়ের লোকদের জন্য ইফতার এবং সেহরির ব্যবস্থাও করেন। সংগঠনটির ৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) গ্রামের অসহায়-দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও কম্বল বিতরণ করা হয়েছে। পরে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্যেদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সেচ্ছাসেবী সংগঠন লেজপাতা তরুন প্রজন্মের সভাপতি গিয়াস উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃত্তা দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়রা সিদ্দিকী।
লেজপাতা তরুন প্রজন্মের প্রতিষ্ঠাতা মো: রাকিব পন্ডিতের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, লেজপাতা তরুন প্রজন্মের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক সুদর্শন হাওলাদার, উপদেষ্টা হারুনুর রশিদ মানিক পন্ডিত সহ অনেকে।
 সংগঠনের আগামীর কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠাতা মো: রাকিব পন্ডিত বলেন, 'আমরা নিজেদের হাত খরচের টাকা দিয়ে এই কার্যক্রম শুরু করি। বর্তমানে পরিবারসহ সমাজের অনেকেই আমাদের কাজে সহযোগিতা করছেন। আমরা আমাদের এ কাজকে সকলের সহযোগীতায় সামনের দিনে আরও বড় পরিসরে কাজ করতে চাই।