বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে ডিসেম্বর ২০২২ রাত ১০:০২
২৮
নদীতে তেল ছড়িয়ে পড়ছে,দূষণ রোধে কোস্টগার্ডের কার্যক্রম শুরু
হাসিব রহমান : ভোলার মেঘনা নদীতে ঘনকুয়াশার কারনে সাগর নন্দিনী-২ নামে জ্বালানী তেলবাহী জাহাজের সাথে অপর একটি লাইটার জাহাজের সংর্ঘষের ঘটনা ঘঠেছে। এতে করে পদ্মা ওয়েল কোম্পানীর প্রায় ১১ লক্ষ লিটার জ্বালানী তেলসহ সাগর নন্দিনী-২ নামে একটি জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজে থাকা মাস্টার, স্টাফসহ ১৩ জন থাকলেও তারা স্থানীয়দের সহায়তায় জীবিত উদ্ধার হয়েছে। আজ রবিবার ভোর ৪ টার দিকে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর মাঝের চর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে অর্ধ নিমজ্জিত তেলবাহী জাহাজটি থেকে সকালে ট্রলার যোগে অসংখ্য জেলে তেল নিয়ে গেছে। পরে খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অন্যদিকে ঘটনা স্থলের মেঘনা নদীতে তেল ছড়িয়ে পড়ছে। তবে নদীতে দূষণ রোধে কোস্টগার্ড অত্যাধুনিক মেশিনের সাহায্যে তাদের কার্যক্রম শুরু করেছে।
জীবিত উদ্ধার হওয়ায় জাহাজের স্টাফরা জানান, শনিবার তারা চট্টগ্রাম বন্দর জ্বালানী থেকে ৯ লক্ষ লিটার ডিজেল এবং দুই লাখ ৩৪ হাজার লিটার অকটেন লোড করে চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা ডিপুর উদ্দেশ্যে রওনা হয়। রবিবার ভোর ৪ টার দিকে ভোলার সদর উপজেলার তুলাতুলি মাঝের চর সংলগ্ন এলাকার মেঘনা নদীতে আসলে ঘন কুয়াশার কারনে তাদের জাহাজ ¯েøা করে। এসময় অপর একটি জাহাজ ইঞ্জি রুমের পাশে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন রুম বিধ্বস্ত হয়ে জাহাজে পানি প্রবেশ করে তলিয়ে যায়। এসময় তারা ডাকচিৎকার করলে একটি বালুবাহী বলগেট এসে তাদের সবাইকে জীবিত উদ্ধার করে। তারা আরো জানান, ডুবে যাওয়া জাহাজের বেশ কিছু তেল স্থানীয় জেলেরা সকালে কন্টিনার করে নিয়ে গেছে। এদিকে জাহাজ ডুবির পর ভোরে তেল লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ করেন ডুবে যাওয়া জাহাজ এমভি সাগর নন্দিনী-২ এর মাস্টার মাসুদুর রহমান বেলাল ।
এদিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল জানান, ঘন কুয়ার কারনে সংর্ঘষের তেলবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটে। এতে প্রায় ১১ লক্ষ লিটার ডিজেল ছিলো। খবর পেয়ে তারা সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু তার আগে স্থানীয়রা কিছু তেল নিয়ে গেছে। বর্তমানে জাজাজটির নিরাপত্তায় কোস্টগার্ড নিয়োজিত রয়েছে। এছাড়াও নদীতে ভেসে যাওয়া তেল যাতে কোন দূষন না ছড়ায় তার জন্য কোস্ট গার্ডের অত্যাধুনিক একটা বোট এর সাহায্যে লেমর মেশিন দিয়ে পানি থেকে তেল পৃথক করে তা উদ্ধার কাজ শুরু হচ্ছে। ইতো মধ্যে তাদের বোট চলে এসেছে। তিনি আরো জানান, জাহাজের ভিতরের ট্যাঙ্কিতে যে তেল রয়েছে তা পদ্মা অয়েল কোম্পানী সরিয়ে নিবে। এর পর জাহাজ উদ্ধার হবে।
বিআইডবিøউটিএ এর যুগ্ম পরিচালক আবদুস সালাম জানান, তেল ছড়িয়ে পড়লে পরিবেশ বিপর্যয়ের বিষয়টি মাথায় রেখে কোস্টগার্ড কাজ করছে ।
স্কুল মাদ্রাসা ক্রিকেটে বরিশাল বিভাগে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
ভোলা জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক মাসুদ জমিনে মুক্তি
বোরহানউদ্দিনে অটোরিকশা চাপায় শিশু নিহত
তজুমদ্দিনের চরে কুকুরের কামড়ে হরিণের মৃত্যু
ভোলায় সড়ক পারাপারের সময় মাইক্রোবাস চাপায় নারীর মৃত্যু
প্রধানমন্ত্রী রোববার রাজশাহীতে ১,৩১৬.৯৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন
বিএনপির আন্দোলন চলে রিমোট কন্ট্রোলে অদৃশ্য নির্দেশে : ওবায়দুল কাদের
আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
পৃথিবী পঞ্চম শিল্প বিপ্লবে প্রবেশ করেছে : টেলিযোগাযোগ মন্ত্রী
ভোলায় কয়েক গুণ বেড়েছে শুটকির বাজার
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
ভোলায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ১০ জন করোনা আক্রান্ত
ভোলায় বাল্যবিয়ে কথা বলে চাঁদাদাবী : আটক হলো ২ কথিত সাংবাদিক
ভোলায় হাসপাতালের টেকনিশিয়ানসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত