অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


শেখ হাসিনাকে পুনরায় আওয়ামীলীগের সভাপতি করার দাবিতে ভোলায়  স্বেচ্ছসেবকলীগের মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২২ রাত ০৯:২১

remove_red_eye

৩২৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি করার দাবিতে ভোলায় স্বেচ্ছসেবকলীগের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে ভোলা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দরা। মিছিল থেকে ‘আওয়ামী লীগের সম্মেলন সফল হোক, সার্থক হোক,শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ভোলা জেলার মাটি তোফায়েল আহমেদর খাটিঁ -সহ বিভিন্ন   শ্লোগান দেয়া হয়।  
পরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা স্বেচ্ছাসেবকলীগ এর  সভাপতি আবু ছায়েমের সভাপতিত্বে (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবিদুল আলম আবিদের সঞ্চালনায় বক্তারা বলেন, আসন্ন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় সম্মেলনে সভানেত্রী হিসেবে পুনরায় শেখ হাসিনাকে বিবেচনা করতে কারন তার কোন বিকল্প নাই।  শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে এই কর্মসূচী পালন করেন।
এই সময়ে উপস্থিত ছিলেন ভোলা জেলা স্বেচ্ছাসেবকরীগের সহ সভাপতি কামাল পারভেজ, সহ সভাপতি হাসান লিটণ যুগ্ন সাধারন সম্পাদক আকবর হোসেন সহ প্রমুখ।





আরও...