অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় শিক্ষকের বসতঘরে  হামলা আহত ৬


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২২ রাত ০৯:৪৪

remove_red_eye

২৫৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় মোঃ নাজিম উদ্দিন নামে এক শিক্ষকের বসতঘরে হামলা, ভাঙচুর ও ওই শিক্ষকের বাবা-মাসহ ৬ জনকে পিটিয়ে আহত করা হয়েছে।  এতে করে চিকিৎসাধিন রয়েছে শিক্ষকের বাবা মোঃ মোস্তাফিজুর রহমান (৬২), মা হালিমা বেগম (৫৫), ফুফু জিন্নাতুল নেছা (৬০), মেহেরুন নেছা (৫৮), ফুফাতো বোনের মেয়ে হালিমা খাতুন (৫২) ও তার বড় বোন খাতেমা বেগম (৪৫)। এ ঘটনায় মামলার দুই আসামীকে আটক করা হয়েছে।
শিক্ষক মোঃ নাজিম উদ্দিন ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের উত্তর জয় নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোফাজ্জল চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা ও এই উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আহতরা জানান, এই বাড়ির মোঃ আজম ও জান্নাত গংদের সাথে জমি-জমার বিরোধ চলে আসছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আমাদের প্রতিনিয়োত বসতঘর ছেড়ে চলে যাওয়ার জন্য প্রাণ নাশকের হুকমী দিয়ে আসছিল। গত শনিবার (১৭ ডিসেম্বর) আজম ও জান্নাতের নেতৃত্বে সাকিব, নাহিদ, কুলসুম, আকলিমা, জয়নব, আমেনা, সুফিয়া ধারালো দাঁ ও রড দিয়ে হামলা চালিয়ে তাদের আহত করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১৮ ডিসেম্বর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শেখ ফরিদ জানান, মামলার পরে আমরা অভিযান চালিয়ে আজকে  ২ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেছি। এছাড়াও বাকী আসামীরা আদালতে গিয়ে হাজির হলে একজনের জামিন না মঞ্জুর করে এবং বাকীরা জামিনে রয়েছে। বিষয়টি তদন্ত চলছে।





আরও...