অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে মার্চ ২০১৯ রাত ১২:৫২

remove_red_eye

৭৩১

তজুমদ্দিন প্রতিনিধি \ তজুমদ্দিন উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দূর্ণীতিমুক্ত রাখার অঙ্গিকার নিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল। ৩১ মার্চ স্বপরিবারে কেন্দ্রে গিয়ে আনারস প্রতিকে ভোট দিয়ে তজুমদ্দিনের উন্নয়নে শরীক হওয়ার আহবান জানান তিনি। গতকাল উপজেলা সদরে গণসংযোগকালে জেলা আ’লীগ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল ভোটাদের উদ্দেশ্যে বলেন, আমাদের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এখনো নিরপেক্ষতা বজায় রেখেছেন। আপনারা কোন রকম গুজবে কান দিবেন না। ৩১ তারিখে কেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন। তিনি উৎসব মূখর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বহাল রাখতে ভোটার, দলীয় নেতা কর্মি ও প্রশাসনের প্রতি আহবান জানান। ৫ম ধাপে অনুষ্ঠিত তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন দুইজন। ভাইস- চেয়ারম্যান পদে রয়েছেন ৬ জন ও মহিলা ভাইস- চেয়ারম্যান পদে রয়েছেন ৩ জন প্রার্থী।