অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় তামাক আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটি সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২২ রাত ১০:১৬

remove_red_eye

২৪৭


অচিন্ত্য মজুমদার : ভোলায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন এবং এর ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গ্ৰাম বাংলা উন্নয়ন কমিটি ও সোসাইটি ফর সোশ্যাল এন্টারপ্রেনারস এর যৌথ আয়োজনে আজ সোমবার সকাল ১১টায় ভোলা পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার কাঙ্খিত লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশেষ করে, জনবহুল স্থানগুলোতে ধূমপান ও তামাকের ব্যবহার বিরোধী এবং এর ক্ষতিকর দিকগুলো উল্লেখ করে সাইনবোর্ড স্থাপন করা, এসংক্রান্ত সভা-সমাবেশ, আইন ব্যস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত রাখা, মসজিদের খুতবাতে তামাকের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা এবং তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করাসহ নানা বিষয় তুলে ধরেন টাস্কফোর্স কমিটির সদস্যরা।

এসময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, ভোলা পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল সাত্তার, জেলা তথ্য কর্মকর্তা মোঃ নুরুল আমিনসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ ও ক্ষয়-ক্ষতি রোধে সরকার তামাক নিয়ন্ত্রণে সহায়ক নীতি প্রণয়নের পাশাপাশি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এসকল পদক্ষেপ আশাব্যঞ্জক হলেও তামাক কোম্পানিগুলো ক্ষতিকর পণ্যের বাজার সম্প্রসারণে আগ্রাসীভাবে আইন লঙ্ঘণ করছে। তাই তামাক কোম্পানির আইন লঙ্ঘণ সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য স্থানীয় প্রসাশন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটিগুলোতে তুলে ধরার পাশাপাশি কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আরো বেগবান করার আহবান জানান বক্তারা।





আরও...