অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


আহত সাংবাদিক কামরুল ঢাকা স্কয়ার হাসপাতালের আইসিও’তে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০১৯ সকাল ০৯:৩৩

remove_red_eye

৬৯২

বাংলার কণ্ঠ প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৭১টিভি ও বাংলার কণ্ঠের সাংবাদিক কামরুল ইসলামকে আজ সোমবার সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থার অবনতি হলে তাকে আইসিও’তে চিকিৎসা দেয়া হচচ্ছে। রবিবার দুপুর ৩ টার দিকে বোরহানউদ্দিন থেকে মটর সাইকেল যোগে সাংবাদিক কামরুল ও লক্ষ্ণন ফিরছিলেন। এসময় বাসস্ট্যান্ডের একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে পড়ে ছিটকে পড়ে যায়। এসময় গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত জরুরী বিভাগের ডাক্তার জানান, কামরুলের বুকে আঘাত পেয়েছে। তবে ভিতরে কি অবস্থা তা এখন বুঝা যাচ্ছে না। রাতে অবস্থার অবনতি হওয়ার আশংকায় ভোলায় আইসিইউ না থাকায় দ্রুত তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে আহত সাংবাদিক কামরুলকে বরিশালশেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করা হলে কত্যর্বরত চিকিৎসক জানান দুর্ঘটনার পর কোন সময় তার স্টোক হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে এম্বুলেন্স যোগে ঢাকায় প্রেরণ করা হয়। আজ সোমবার সকালে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বর্তমানে তাকে আইসিও’তে নিবির পর্যবেক্ষন রয়েছে।