অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলা প্রেসক্লাবের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২২ রাত ১০:০৯

remove_red_eye

২৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিয্যবাহী "ভোলা প্রেসক্লাব নির্বাচন ২০২২" এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। রবিবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ১১ টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। সহ-সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সভাপতি,সহ সম্পাদক পদসহ অপর ৯ টি পদে ৯ জন করে একক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ভোলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা পরিষদ'২২ সুত্র জানায়, সভাপতি পদে একক প্রার্থী এম. হাবিবুর রহমান,  সহ সভাপতি পদে তিনজন প্রার্থী   এ্যাডভোকেট কামাল উদ্দিন সুলতান, এ্যাডভোকেট শাহদাত হোসেন শাহীন এবং মোঃ সুলাইমান,  সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী  অমিতাভ রায় অপু এবং আহাদ চৌধুরী তুহিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হোসাইন সাদী, অর্থ সম্পাদক পদে একক প্রার্থী এম. হেলাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক পদে একক প্রার্থী কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে একক প্রার্থী  মোঃ সিদ্দিকুল্ল্যাহ, সাংস্কৃতিক সম্পাদক পদে একক প্রার্থী  জসীম রানা, গ্রন্থাগার সম্পাদক পদে একক প্রার্থী  তৈয়বুর রহমান এবং নির্বাহী সদস্যের দুটি পদের্ ী নাসির লিটন ও জুন্নু রায়হান একক প্রার্থী হিসেবে স্ব-স্ব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  
সুত্র জানায়, আগামী ২০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ২১ ডিসেম্বর বাছাই, ২২ ডিসেম্বর প্রত্যাহার এবং ৩১ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ সালের জন্য ভোলা প্রেসক্লাবের নির্বাচন'২২ এর পরিচালনা পরিষদে আহ্বায়ক পদে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ এবং সদস্য পদে মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম এবং এ্যাডভোকেট নুরনবী দায়িত্ব পালন করছেন। নব নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।





আরও...