অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে মুক্তিযোদ্ধা পরিবারের  উপর হামলা আহত-৩


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২২ রাত ১০:০২

remove_red_eye

৬৮৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় আব্দুল ওয়াদুদ নামে এক মুক্তিযোদ্ধা        পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মাতাব্বর (৬৭), তার ছেলে গোলাম রাব্বি রাজিব (৩৩) ও জুলকার নাঈম সাকিব (২২) আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।  আহতরা ভোলার দৌলতখান চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপাতা গ্রামের মাতাব্বর বাড়ির বাসিন্দা। এ ঘটনায় দৌলতখান থানায় মামলা হলেও পুলিশ এখনো কোন আসামীকে আটক করেনি।
আহত মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ ও তার ছেলে গোলাম রাব্বি রাজিব জানান, এবছর জানুয়ারি মাসে তার ছেলে গোলাম রাব্বি রাজিব ৩ লাখ টাকার দিয়ে ১৬ শতাংশ জমি ক্রয় করেন ফরমুজল হকের কাছ থেকে। পরে ওই জমি চৌহদ্দি দিয়ে  বুঝিয়ে দেয়। এরপর জমিতে ধান চাষ করান চাষীদের দিয়ে। কিন্তু গত ১৬ ডিসেম্বর শুক্রবার দুপুরের দিকে মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ তাদের  ওই     জমিতে ধান কেটে আট বাঁধার সময় বাঁধা দেয় ফরমুজল হক ও তার ছেলেরা। তারা আমার ছেলে এই জমি ছেড়ে দিতে বলে। অন্য জায়গা থেকে জমি দিবে বলে। কিন্তু আমরা তাদের প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে ফরমুজল হক ও তার ছেলে রায়হান মোর্শেদ ও তামিমসহ তাদের সঙ্গীরা দাঁ ও রট দিয়ে     এলোপাতালো মারধর ও কুপিয়ে জখম করে। পরে তাদের ডাকচিৎকারে তাদের পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ১৭ ডিসেম্বর আহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ বাদী হয়ে ফরমুজল হক,রায়হান মোর্শেদ বাপ্পি, সেকান্দার, রানী বেগমসহ ৮ জনের বিরুদ্ধে দৌলতখান থানায় একটি মামলা করেন। তবে পুলিশ এখনো কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।
এ ব্যাপারে অভিযুক্ত ফরমুজল হক অভিযোগ অস্বীকার করে জানান, তাদের ওই স্থান থেকে জমি দিবো এমন চুক্তি হয়নি। তারাও আমাদের উপর হামলা চালিয়েছে বলে দাবী করেন তিনি।
দৌলখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ জাকির হোসেন জানান, এ ব্যাপারে মুক্তিযোদ্ধার পরিবার থেকে গত ১৭ ডিসেম্বর শনিবার মামলা          করেছেন। বিষয়টি তদন্ত চলছে।