অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


 ভোলার মেঘনা থেকে অজ্ঞাত  যুবকের মরদেহ উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:৫৪

remove_red_eye

২৮৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে কোষ্টগার্ড। রবিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলা ইলিশা লঞ্চঘাট মেঘনা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
কোষ্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে নদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা আমাদেরকে জানায়। আমরা মরদেহটি উদ্ধার করেছি। লাশের বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে। লাশটি ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবদুল্লাহ আল মামুন, এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ওই লাশ ২-৩ দিন আগের। লাশের বেশকিছু জায়গায় পচন ধরেছে। লাশটি মর্গে রাখা হয়েছে।





আরও...