অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা  উত্তরের কমিটি ঘোষণা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:৪৭

remove_red_eye

৩২২

মোঃ ইসমাইল: ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি এবং ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই এই প্রতিপাদকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের জেলা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ৩ টায় জেলার গোরস্থান মসজিদ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর-এর সভাপতি এম কামরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং এইচ এম হাবিবুল্লাহ-এর সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইব্রাহীম হুসাইন মৃধা।
কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইব্রাহীম হুসাইন মৃধা প্রধান অতিথির বক্তব্যে শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার ২০২৩ শেসনের কমিটি ঘোষণা করেন। সভাপতি: এম সাইফুল ইসলাম, সহ-সভাপতি: এইচ এম হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক: মুহাম্মদ হাবিবুর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার বিপ্লবী সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবি আব্দুল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এম সাইফুল ইসলাম , এম হেলাল উদ্দিন। প্রমূখ।





আরও...