অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় অসুস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে হুইল চেয়ার বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২২ রাত ১১:৫২

remove_red_eye

২৩৮


বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলায় বিজয় উৎসবের অংশ হিসেবে শনিবার দুপুরে বাধক্কজনিত ও অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে ।  মুক্তিযোদ্ধা সংসদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগ এমন উদ্যোগ গ্রহণ করেন। প্রথম দিনে ৮ জন বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে এই চেয়ার দেয়া হয়। এরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ আহম্মেদ মিয়া, মাওলানা মোঃ জয়নাল আবদিন , অজিউল্লাহ মিয়া, মতিউর রহমান মোঃ রুহুল আমিন, আব্দুল খালেক, আব্দুল ওহাব খান, মোঃ আব্দুল গনি হাওলাদার। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার অহিদুর রহমান জানান,জেলা সদরসহ জেলায় অনেক মুক্তিযোদ্ধা বয়সের ভারে এখন চলাচল অক্ষম হয়ে পড়েছেন। অনেকে অসুস্থ্য। এমন মুক্তিযোদ্ধাদের জন্য তারা হুইল চেয়ার দেয়ার প্রস্তাব করলে জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী বিজয় দিবস উপলক্ষে তাৎক্ষকি হুইল চেয়ার বিতরণ করার জন্য সমাজসেবা উপ-পরিচালককে নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন হুইল চেয়ারগুলোতে মুক্তিযোদ্ধাদের বসিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ অহিদুর রহমান, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, বীর মুক্তিযোদ্ধা গোপাল সাহা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক হাসিব রহমানসহ মুক্তিযোদ্ধারা। ইউএনও তৌহিদুল ইসলাম জানান, বৃদ্ধ মুক্তিযোদ্ধাদের যখন যা কিছু প্রয়োজন হবে , তারা তা দেয়ার চেষ্টা করে যাবেন।





আরও...