অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে চুলার আগুনে বসতঘর পুড়ে ছাই


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২২ রাত ১১:৫০

remove_red_eye

২৬৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ এলাকায় সাকিল নামে এক ব্যক্তির বসতঘরসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সিকদার বাড়ীতে এ ঘটনা ঘটে।
ঘর মালিক সাকিল সিকদার জানান, শুক্রবার রাতে লাকড়ির চুলায় পিঠা তৈরি করে ঘুমিয়ে যাই। রাত সাড়ে ১২টার দিকে বসতঘরের পিছনে রান্না ঘরে হঠাৎ আগুন দেখতে পেয়ে চরফ্যাশন ফায়ারসার্ভিসকে খবর দেই। ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘর থেকে কোন মালামাল বের করতে পারিনি। সন্তানদেরকে নিয়ে ঘরের বাহিরে চলে আসি। মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুন লেগে নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
চরফ্যাশন ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ আসাদুজ্জামান লিখন জানান, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি।