অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


হ্যালো শিশু সাংবাদিকদের বিজয় দিবস পালন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২২ রাত ১১:৪৮

remove_red_eye

২৩৩


বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় হ্যালো'র শিশু সাংবাদিকরা আলোচনা সভার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে।
এ উপলক্ষে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে শিশু সাংবাদিক ইসরাফিল মহিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করে মো. হাসিবুর রহমান ফারহান, রাওসিন সাওদা, জান্নাতুল মাওয়া তাহিয়া, জাইমা ইসলাম, তামান্না তাবাচ্ছুম আশরা, আঁখি আক্তার পারভীন, ফাইজা ইসলাম, জায়েমা জাহান ও ইন্দ্রনীল ঘোষ।
অনুষ্ঠান সঞ্চালণা করেন হ্যালো ডটকম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলার সমন্বয় সহকারী ইব্রাহিম আকতার আকাশ।

বক্তব্যে শিশু সাংবাদিকরা বলে, পৃথিবীর ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ ও আমেরিকাই শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে বিজয় লাভ করেছে।
আলোচনা সভার অতিথি বাংলাদেশ মিরর এর সম্পাদক আহাদ চৌধুরী তুহিন বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর দু’লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের নেতৃত্বে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আমরা চাই আমাদের দেশের সকল ক্ষেত্রে একাত্তরের চেতনার বাস্তবায়ন হোক।





আরও...