অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় স্বাধীনতা দিবস কনসার্টে মঞ্চ মাতালেন তপু ও রেশমী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে মার্চ ২০১৯ রাত ১০:১৯

remove_red_eye

৫৫৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতেই ভোলায় ৪৯তম মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে “স্বাধীনতা কনসার্ট” অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬মার্চ) ভোলার উপ শহর বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ ক্যাম্পাস মাঠে এই কনসার্ট অনুষ্ঠিত হয়।
এতে গান পরিবেশন করে মঞ্চ মতালেন দেশের স্বনামধন্য ও জনপ্রিয় শিল্পি তপু ও রেশমী।এছাড়াও কলেজের শিক্ষার্থীদের পাশপাশি ভোলার ওরিয়র্স ব্যান্ড শিল্পী আবিদ ও মার্সেল সংগীত পরিবেশন করেন।
টানা ৪ ঘন্টা শ্রেতারা কনসার্টটি উপভোগ করেন। অনুষ্ঠানে তরুনদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়বার মতন। এর আগে সকালে “সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের” এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও কনসার্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রাণায়ন সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। কনসার্টের সঞ্চলনা করেন জনপ্রিয় টিভি তারকা সাইদ বাবু ।