অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী  


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৪:৫৬

remove_red_eye

৩৪০

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় সূর্যদয়ের সাথে সাথে  ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে  মহান বিজয় দিবসের সূচনা হয়। সূর্য উদয়ের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় ভোলায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান। এর পর ভোলা পুলিশ সুপার,মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ভোলা প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংক ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়।  এছাড়াও ভোলা যুগীরঘোলে বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৮ টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠনিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর শান্তির প্রতীক পায়রা ও  বেলুন উড়িয়ে বিজয় দিবসের বর্নাঢ্য আয়োজনের আনুষ্ঠনিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী। এ ছাড়া কুচকাওয়াজসহ শিশু কিশোরদের ডিসপ্লে প্রদর্শন করা হয়েছে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সবংর্ধনাসহ জেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়েছে।

 





আরও...