অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ফাতেমা খানম কলেজে স্বাধীনতা দিবসে আলোচনা সভায় সাবেক মন্ত্রী তোফায়েল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে মার্চ ২০১৯ রাত ১০:২৩

remove_red_eye

৫৬০

এম ছিদ্দিকুল্লাহ : ভোলা বাংলাবাজার ফাতেমা খানম কলেজে মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরন করা হয়েছে। বর্নাঢ্য আয়োজনেরর মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় কলেজের গভার্নি বর্ডির সভাপতি মইনুল হোসেন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন , বাণিজ্য মন্ত্রাণায়ন সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। এ সময় গেষ্ট অব অনার ছিলেন বিশিষ্ট সমাজ সেবক নারী জাগরনের নেত্রী মিসেস আনোয়ারা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগে সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু। এছাড়া উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ রথীন্দ্র নাথ মজুমদার ,সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জহুলুল ইসলাম নকিব, সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, সাবেক অধ্যক্ষ ফারুকুর রহমান, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, ,প্রবীন সাংবাদিক এম এ তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ সফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মোঃ কামাল হোসেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরন করা হয়। এ ছাড়া গুনজনদের গ্রেষ্ট ও উত্তুরীয় পরিয়ে দেয়া হয়। অন্যদিকে অনুষ্ঠান শুরুর আগে ওই কলেজের নব নির্মিত শহীদ মিনারের উদ্বাধন করেন।