অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে তামাক নিয়ন্ত্রণ আইন  প্রয়োগ নিশ্চিত করণে সভা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:০৭

remove_red_eye

২৫১

চরফ্যাশন সংবাদদাতা: ভোলার চরফ্যাশন টিবি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বুধবার বেলা ১১টায় গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও সোসাইটি ফর সোশ্যাল এন্টারপ্রেনারসের যৌথ আয়োজনে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন ও তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ নিশ্চিত করণ বিষয়ে গ্রাম বাংলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
চরফ্যাশন টিবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা তাছলিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরফ্যাশন টিবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানভীর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক এম আবু সিদ্দিক, এ আর এম মামুন, কামরুল সিকদার, নুরুল্লাহ ভূঁইয়া, প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামবাংলা উন্নয়ন কমিটির প্রকল্প সমন্বয়কারি মোঃ মনিরুজ্জামান এবং সার্বিক সমন্বয়ে ছিলেন প্রোগ্রাম অফিসার সোনিয়া সিকদার খাদিজা।