অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


সাংবাদিক কামরুলকে আইসিইউ থেকে কেবিনে হস্তান্তর


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে মার্চ ২০১৯ রাত ১০:৩২

remove_red_eye

৬৪০

বাংলার কন্ঠ প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দৈনিক বাংলার কন্ঠের ষ্টাফ রির্পোটার ও একাত্তর টিভির ভোলা প্রতিনিধি কামরুল ইসলামকে বুধবার বিকালে ঢাকা স্কয়ার হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থান্তর করা হয়েছে। তার অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। এদিকে সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আ্সনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ গতকাল তাকে স্কয়ার হাসপাতালে দেখতে যান। তার চিকিৎসার খোঁজ খবর নেন। অন্যদিকে তার সুস্থতা কামনা কওে ভোলায় দোয়া মুনাজাত করা হয়।
কামরুলের ভাই শাওন জানান, তাকে গতকাল দুপুরে সিটি স্ক্যান করা হয় এবং আল্লহর ইচ্ছায় রির্পোটও ভাল আসে। বিকালে তাকে আইসিইউ থেকে কেবিনে হস্তান্তর করা হয়। আগামীকাল ডাক্তার দেখে তার শরীরিক পরিস্থিতির উপর নির্ভও করে এনজিওগ্রাম করা হবে। এদিকে সাংবাদিক কামরুল ইসলামেকে দেখতে বেলা ১২ টার দিকে স্কয়ার হাসপাতালে যান সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আ্সনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। এসময় তিনি কামরুলের শয্যা পাশে দাড়িয়ে তার খোঁজ খবর নেন। আতœীয় স্বজনদের সাথে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। অপরদিকে প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক কামরুলে সুস্থতা কামনা করে মঙ্গলবার বিকালে ভোলা প্রেসক্লাবের উদ্যোগে মাগরিব বাদ ভোলা প্রেসক্লাবের উদ্যোগে মিলাদেও আয়োজন করে দোয়া মুনাজাত করা হয়েছে। উল্লেখ্য, গত ২৪ তারিখ বোরহানউদ্দিন উপজেলা পরিষদেও নির্বাচনের সংবাদ সংগ্রহ শেষে ফিরার পথে মটরসাইকেলে ট্রাকের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে। এতে কামরুল ইসলাম ও ফটোসাংবাদিক লক্ষন দাস গুরুতর আহত হয়। এদেও মধ্যে লক্ষনকে ভোলা সদও হাসপাতাে ভর্তি করা হয়। তার অস্থা কিছুটা উন্নতি হলে বর্তমানে বাসায় চিকিৎসা চলছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হবে।