অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় শহীদ বুদ্ধিজীবী  দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২২ সকাল ১০:২০

remove_red_eye

২৪১




বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে নানা আয়োজনে ভোলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পু¯পস্তবক অর্পণ করা করা হয়েছে।
আজ বুধবার সকালে জেলা প্রশাসক মো: তৌফিক ই লাহী চৌধুরী, পুলিশ সুপার মো: সাইফুল ইসলামসহ  মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা সদর উপজেলা প্রশাসন, ভোলা পৌর সভা,  ভোলা জেলা মুক্তিযোদ্ধা  সংসদ সন্তান কামান্ড, ভোলা পানি উন্নয়ন বোর্ড, গনপূর্ত বিভাগ, ভোলা পাসর্পোট অফিস,বিভিন্ন দপ্তর, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানিয়ে জাতির শ্রেষ্ঠ বীর সন্তানদের স্মরণ করেন তাদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তাদের আতœার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এছাড়ারও যুগীরঘোলের বধ্যভূমিতে পৃথক পু¯পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯ টায় জেলা প্রশাসনেরর সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।





আরও...