অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:২৮

remove_red_eye

২৩৬

হাসনাইন আহমেদ মুন্না: ভোলা জেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।
সভায় শহরের যানজাট নিরসনে পৌরসভাকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। জেলেদের তালিকায় যাতে কোন অমৎস্যজীবী স্থান না পায় সে ব্যপারে জেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। এছাড়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোশ প্রকাশ করা হয়েছে সভায়। একইসাথে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় নতুন দুই সদস্যকে কো-আপ করে নেয়া হয়েছে।
জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মঞ্জুরুল আলম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, ভোলা পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন প্রমূখ বক্তব্য দেন।
সভায় কমিটির অনান্য সদস্য ছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিথ ছিলেন।





আরও...