বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২২ সকাল ১১:১০
২৯৫
আরেকবার কি বাঘের গর্জন হবে? আরেকবার কি বিজয়ের পতাকা উড়াবে বাংলাদেশ। যদি সত্যিই তৃতীয় ওয়ানডেতে ভারতকে হারাতে পারে তাহলে ইতিহাসের অক্ষয় কালিতে লিখা হয়ে যাবে মিরাজ, সাকিব, লিটন, মোস্তাফিজদের নাম।
চট্টগ্রামের জহুর আহমেদে দুপুরে ১২টায় ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। পাকিস্তান, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজকে এর আগে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার কি ভারতের পালা?
২০১৫ সালে একই অবস্থানে ছিল বাংলাদেশ। মিরপুরে দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছিল অতি সহজেই। কিন্তু মাশরাফির দল শেষ ওয়ানডেতে হারাতে পারেনি মাহেন্দ্র সিং ধোনির দলকে। এবার তামিমের ইনজুরিতে অন্তবর্তীকালীন অধিনায়ক লিটন। তার হাত ধরে এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে সিরিজ।
চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের পয়মন্ত ভেন্যু। পয়মন্ত এই ভেন্যুতে ভারতকে হোয়াইটওয়াশ করার সূবর্ণ সুযোগের হাতছানি বাংলাদেশের সামনে। সেই অপেক্ষাতেই গোটা দেশ।
রোহিত শর্মার উপস্থিতিতেই দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতীয় অধিনায়ক তৃতীয় ওয়ানডেতে নেই। তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই বড় সুযোগ তৈরি করেছে। কিন্তু কারও উপস্থিতি-অনুপস্থিতি নিয়ে চিন্তা না করে বাংলাদেশ নিজেদের খেলায় বেশি মনোযোগী।
বাংলাদেশের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট যেভাবে বললেন, ‘রোহিত না খেলায় অবশ্যই আমাদের ভালো সুযোগ আছে। সে নিঃসন্দেহে অসাধারণ একজন বৈচিত্রপূর্ণ খেলোয়াড়। খুব অবাক হয়েছিলাম দ্বিতীয় ওয়ানডেতে সে আগে ব্যাটিংয়ে নামেনি। একটি বলের অভাব অনুভব করেছে সে। তবে আমরা প্রতিপক্ষের থেকে নিজেদের নিয়ে মনোযোগী। প্রতিপক্ষকে নিয়ে আমরা চুলছেড়া বিশ্লেষণ করেছি। আমরা খেলোয়াড়দের এমন একটি অবস্থানে নিয়ে এসেছি যেখানে তারা নিজেদের স্কিল ব্যবহার করে শুধু জয়ের চিন্তা করতে পারে।’
বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে ৩২টি। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে ১৬ বার। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে তিনবার, নিউ জিল্যান্ডকে দুইবার ও পাকিস্তানকে একবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছে। এছাড়া জিম্বাবুয়েকে সর্বোচ্চ পাঁচবার হোয়াইটওয়াশ করার রেকর্ডও আছে। তবে ভারতকে হোয়াইটওয়াশ করতে পারলে তা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য হবে বলেই মনে করছেন ম্যাকডারমট।
‘কাজটা এখনও শেষ হয়নি। আমরা কখনোই আন্তর্জাতিক ম্যাচ হালকাভাবে নেই না। এই দলটা ৩-০ ব্যবধানে কখনও ভারতকে হারায়নি। এটাই আমাদের বড় লক্ষ্য। আমরা যখন ৩-০ ব্যবধানে জিতবো, তখন অবশ্যই নিজেরা গর্ব খুঁজে পাবো। এর আগে পাকিস্তান, নিউ জিল্যান্ডের বিপক্ষে জিতেছিলাম।’
হোয়াইটওয়াশ অসম্ভব নয়। তবে ভারতের বিপক্ষে টানা ম্যাচ জিততে নিজেদের স্নায়ু স্থির রাখার পাশাপাশি সেরা ক্রিকেট খেলতে হবে। চলতি বছর দক্ষিণ আফ্রিকা সফরে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার কি বাংলাদেশের পালা?
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক