অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে  ভোলায় মানববন্ধন আলোচনা সভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২২ রাত ১০:১২

remove_red_eye

২১৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার সকালে ভোলা জেলা প্রশাসন ও দুনীতি দমন কমিশনের আয়োজনে জেলা প্রশাসক অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ নেয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের হলরুমে  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন,  পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বরিশাল দুর্নীতি দমন ব্যুরো আঞ্চলিক কার্যালয়ের সহকারি পরিচালক রাজ কুমার সাহা ,  দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হোসনেয়ারা বেগম চিনু। আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন কুমার সাহা,  দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোবাশ্বির উল্লাহ চৌধুরী ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দর দেশ গড়তে তুলতে দুর্নীতির বিরোধী কাজ করতে হবে। দুর্নীতি মুক্ত হলে দেশের উন্নয়ন সাধিত হয়ে থাকে। তাই সবাইকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। লালমোহন প্রতিনিধি \ ভোলার লালমোহনে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় এবং দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাক রিপন শানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-  উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়াসহ আরো অনেকে।  তজুমদ্দিন প্রতিনিধি \ আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন-প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকাল ৯ টায় তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা তজুমদ্দিন পল্লী সেবা সংস্থার অংশগ্রহণে উপজেলা পরিষদের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, মানববন্ধন এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইউসুফ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাদীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনূর বেগম শিলা, থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ। আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রামেন্দ্রনাথ বিশ্বাস, সরকারি ডিগ্রী কলেজের  রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক জাকির হোসেন তালুকদার, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা বেলাল মিয়া সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ।





আরও...