অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে বিরল প্রজাতির  কচ্ছপ উদ্ধার


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২২ রাত ১০:০৩

remove_red_eye

২৮০

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ২০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে চরমানিকা কোস্টগার্ড। পরে কচ্ছপটি চরমানিকা বন বিটের সদস্যরা চর ইসলাম সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করে।
চরমানিকা কোস্টগার্ড জানায়, শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান শেষে চরমানিকা ইউনিয়নের চরকচ্ছপিয়া খাল সংলগ্ন গোপন সংবাদের ভিত্তিতে জেলেদের ট্রলারে তল্লাশি চালিয়ে একটি কচ্ছপ উদ্ধার করি। কচ্ছপটি উদ্ধারের পর চরমানিকা বন বিভাগের কাছে হস্তান্তর করি।
চরমানিকা বন-বিট কর্মকর্তা মো. আবুল কাশেম জানান  বিরল প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ কোষ্টগার্ডের উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন , উদ্ধারকৃত কচ্ছপটির মূল্য প্রায় ২০ হাজার টাকা হবে। ওই কচ্ছপটি চরমানিকা বন-বিটের আওতাধীন চর ইসালাম সংলগ্ন  নদীতে শুক্রবার বিকালে অবমুক্ত করা হয়েছে।