অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


মির্জা ফখরুল ও আব্বাসকে গ্রেফতারের  প্রতিবাদে ভোলায় বিএনপির বিক্ষোভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:৫৯

remove_red_eye

২৩৮

ইব্রাহিম আকতার আকাশ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ করেছে জেলা বিএনপি।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে শহরের কালিখোলা থেকে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সড়ক প্রদিক্ষণ করে কালিনাথ রায়ের বাজারে এক প্রতিবাদ সভা করে।

এতে ভোলা সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সিকদার, যুবদলের সাবেক সদস্য সচিব জাকির হোসেন সবুজ, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সোলায়মান মামুন, যুবদল নেতা মনির হোসেন, সেচ্ছাসেবক দল নেতা ডাক্তার জসিম, ছাত্রদল নেতা শাহারিয়ার আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, হামলা মামলা ও গ্রেপ্তার করে ঢাকার সমাবেশ বন্ধ করা যাবে না। বর্তমান সরকার অগণতান্ত্রিকভাবে প্রশাসনের উপর ভর করে ১৮ কোটি মানুষের উপর দায়ভার চাপিয়ে ক্ষমতায় বসে আছে। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র পুণরুদ্ধার করা না হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।





আরও...