অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে গভীর রাতে কলেজ ছাত্রলীগের অফিস ভাংচুর


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:১৪

remove_red_eye

২৭৪

তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে গভীর রাতে কলেজ ছাত্রলীগের অফিস ভাঙচুর করা হয়ছে। এ সময় বিকট শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয় পড়ে। বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত দুইটায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের  সাজি পুকুরপাড় এলাকায় ডিগ্রী কলেজ ছাত্রলীগের অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।
পার্শ্ববর্তী দোকানদার ফখরুদ্দিন জানায়, তার দোকানের বাহির থেকে তালা মেরে রাখা হয়েছে।  এ সময় কিছু লোক অফিসের আসবারপত্র সহ বিভিন্ন মালামাল ভাংচুর করে। এছাড়া পাশে সে বিকট শব্দের আওয়াজ হয়।
কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক শিহাব মীর জানান অফিসে তাদের একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন চার্জে দেয়া ছিল। তা নিয়ে গেছে।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ বাসা অফিসের কাছাকাছি। তিনি জানান গভীর রাতে বিকট শব্দের আওয়াজ পাই। পরে বের হয় একটি বিশেষ গন্ধ অনুভব হয়। এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর ভাংচুর অবস্থায় দেখি।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর জানান, রাতে স্থানীয় কর্মীরা আমাকে জানালে আমি বিষয়টি থানাকে অবহিত করি।
থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত উদ্ধার করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে।