অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় নুডুলস পার্টি নিয়ে দুই পক্ষের  সংঘর্ষে নিহত ১, আহত- ৭


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:১৯

remove_red_eye

২৫১

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলায় বিশ^কাপ ফুটবল খেলা উপলক্ষে নুডুলস পার্টির আয়োজনকে কেন্দ্র করে আর্জেন্টিনার সমর্থকদের নিজেদের মধ্যে সংঘর্ষে মো. হৃদয় (২১) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরো সাত জন আহত হয়েছে। নিহত হৃদয় উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেউয়াখালী গ্রামের মো. ইব্রাহীমের ছেলে ও নাজিউর রহমান কলেজের ডিগ্রির শিক্ষার্থী। বুধবার (০৭ ডিসেম্বর) ভোরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে ।  

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ০৩ ডিসেম্বর বিশ^কাপ ফুটবলের আর্জেন্টিনার খেলা উপলক্ষে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী গ্রামে হৃদয়সহ স্থানীয় ১০-১৫জন আর্জেন্টাইন সমর্থকরা নুডুলস পার্টির আয়োজন করেন। এ নুডুলস পার্টিতে তাদের নিজেদের মধ্যে বাকবিতÐা হয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মিমাংশা করে দেয়ার কথা বলেন। পরবর্তীতে গত মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে স্থানীয় রুবেলের দোকানের কাছে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের মোট সাত জন গুরুতর আহত হলে তাদেরকে রাতেই ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন মো. নয়ন (১৭), আব্দুল্লাহ (২৪), মহিউদ্দিন (২৩), লিটন (২২), সাহাবুদ্দিন (২০), মো. আশিক (২০) ও তালহা (২০)। অপর দিকে হৃদয় নামে এক যুবককে রাতে গুরুতর অবস্থায় একটি পুকুরে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। পরে ভোরের দিকে তার মৃত্যু হয়। এদিকে আহতদের মধ্যে মো. নয়ন (১৭), আব্দুল্লাহ (২৪), মহিউদ্দিন (২৩), লিটন (২২), সাহাবুদ্দিন (২০), মো. আশিক (২০) ও তালহা (২০) কে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।  স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে তালহা নামের এক যুবক খুর দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। মুলত তালহার খুরের আঘাতেই সকলে আহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন আশিক জানায়, ৩ ডিসেম্বর আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার খেলা চলাকালীন সময়ে নুডলস খাওয়াকে কেন্দ্র করে আলী আকবর ও হ্নদয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। আলী আকবর হ্নদয়ের সঙ্গে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এই ক্ষোভ থেকে মঙ্গলবার রাতে আলী আকবর বেশ কয়েকজন কিশোরকে নিয়ে হ্নদয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালায়।
নিহত হ্নদয়ের মা নুর নাহার জানান, মঙ্গলবার রাতে হ্নদয় বাড়িতে ভাত খাচ্ছিলেন। এমন সময় আলী আকবর মুঠোফোনে তাকে ডেকে নিয়ে তাঁর উপর হামলা চালায়। রাত পৌনে ১টার দিকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষ রাতেই থানায় অভিযোগ দিয়েছে। সকালে হৃদয় নামের এক জনের মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তবে আটকের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
       





আরও...