অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


বোর্ড পরীক্ষার ফলাফলে শীর্ষে ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:১৫

remove_red_eye

২৯১




বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলে   ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট সেরা ফলাফল করেছে। জেলায় ৫টি পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে এবারও দক্ষিণবঙ্গ ফলাফলে শীর্ষে রয়েছে।
 সোমবার ( ৫ই ডিসেম্বর ২২) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করে। সারা বাংলাদেশে পাসের হার ৪৬ শতাংশ।  এ মধ্যে  মেধা তালিকায় সেরা ফলাফল করেছে দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউট । এতে ২১১ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে ১১জন এ+ ও ৯৪.৫ শতাংশ শিক্ষার্থী উর্ত্তীণ হয়েছে।
জানাযায়, এ বছর   ভোলায়  সর্বমোট ১২ টি এ+ পেয়েছে । এর মধ্যে ভোলায় সরকারি-বেসরকারি মোট ৫টি পলিটেকনিকের মধ্যে ভোলা পলিটেকনিকে এ+ পেয়েছে ১টি ও ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট পেয়েছে ১১ টি। এ ফলাফল প্রকাশের পর  মঙ্গলবার দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের  বাধভাঙ্গা আনন্দ উল্লাসে মুখরিত পুরো ক্যাম্পাস।
দক্ষিণবঙ্গ পলিটেকনিক এ+ প্রাপ্ত ছাত্রী রাবেয়া বশরী বলেন, আমাদের এই ফলাফলের পিছনে পিতামাতার পাশাপাশি ইন্সটিটিউটের শিক্ষকদের ভূমিকা অপরিসীম। একজন শিক্ষার্থীর মেধা বিকাশের জন্য যুগোপযোগী শিক্ষার পরিবেশ ও সঠিক গাইড লাইন পেতে হয়,যা ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট  থেকে আমরা পেয়েছি।
এছাড়াও ঐ ইন্সটিটিউটের এ+ প্রাপ্ত ৮ম পর্বের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল-আমীন বলেন,ভর্তির সময় শিক্ষকদের একটা বাণী আজ মনে পড়ে । তারা বলেছিলেন, সন্তান আপনাদের আর দায়িত্ব আমাদের ! তাদের দায়িত্ব নিষ্ঠার কাছে আমরা ঋনী, তাদের সঠিক গাইডলাইন ও শিক্ষাদানের কারনেই আজ আমরা এই ফলাফল অর্জন করতে পেরেছি।  
এ+ প্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদ হোসেনের পিতা রুহুল আমিন খান বলেন, সন্তানদের পিছনে আর্থিক ও কায়িক শ্রম তখনই স্বার্থক যখন সন্তানদের লেখা পড়া বা সফলতার খবর শুনি। আমার ছেলের ফলাফলে সত্যি আমি একজন অভিবাবক হিসেবে গর্ববোধ করি এবং প্রতিষ্ঠানের শিক্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।

পলিটেকনিক প্রতিষ্ঠাতা মাহামুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের সফলতায় আমরা আনন্দিত। এই সফলতার পিছনে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের নিরলস পরিশ্রম রয়েছে। আশা করছি এই শিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যতে সফলতার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আমরা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে আরো এগিয়ে যাবো বলেও প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, আমরা এই বছরে আরো পাঁচটি ডিপার্টমেন্ট ( ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং , মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং , মেরিন ইঞ্জিনিয়ারিং, সার্ভেয়িং ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ) অনুমোদন পেয়েছি। যা সত্যি ভোলাবাসীর জন্য সুসংবাদ! দেশের দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে জানান দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট ভোলা।  
ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিলুফার ইয়াসমিন বলেন, শিক্ষার্থীদের ফলাফলের শ্রেষ্ঠত্ব সত্যি এটা আমাদের জন্য আনন্দের ও খুশির। শিক্ষার্থীদের সফলতাই আমাদের পরিশ্রমের স্বার্থকতা।
একাডেমিক ইনচার্জ মো. বেল্লাল নাফিজ বলেন, দক্ষিণবঙ্গ পলিটেকনিকের ছাত্র/ছাত্রীদের ফলাফলে প্রথম স্থান অর্জন করায় নিজেকে গর্ববোধ করছি। ইতিপূর্বেও আমরা ফলাফল শীর্ষস্থান অর্জন করি এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ সেরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হই। শিক্ষকতা একটি মহান পেশা। একজন শিক্ষক সততা, পেশাগত দায়িত্ব পালনে আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে শিক্ষাদান দিয়ে আসেন । শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব ও তাদের মুখে সোনালী হাসি সত্যি শিক্ষদের অনেক আনন্দ দিয়ে থাকে। প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার জন্য এই অর্জন আরো ইচ্ছা শক্তি বাড়িয়ে তুলবে বলেও জানান তিনি।





আরও...