অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে র‌্যালী আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই ডিসেম্বর ২০২২ রাত ১০:৪৬

remove_red_eye

২৩২



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকালে ভোলা সরকারি কলেজে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে শহরে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি কলেজ ক্যাম্পাস পদক্ষিণ শেষে কলেজের ছায়াবীথি চত্বরে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এসময় ভোলা সরকারি কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভোলা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ এনায়েত উল্যাহ, শিক্ষক পরিষদের সম্পাদক জামাল হোসেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এরশাদ হোসেন, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান আদিল হোসেন তপু প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট- মোঃ হৃদয়, রোভার- মোঃ মনির,বাঁধন-মোঃ ইব্রাহিম ,পরিবেশ ক্লাব- মোঃ মাইনুল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ভবিষ্যতে স্বেচ্ছাসেবী কর্মকাÐের মাধ্যমে সমাজের অসংগতি ও বৈষম্য দূরীকরণে স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।পাশাপাশি সব মানুষকে সেচ্ছায় শ্রমে মানবিক উন্নয়নে কাজ করতে এগিয়ে আসা প্রয়োজন। শিশু বয়স থেকেই শিশুদের সেচ্ছাসেবক হিসেবে সামাজিক কাজে সম্পৃক্ত করতে হবে। তাই এই দিবসটির গুরুত্ব অপরিসিম।






আরও...