অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় ভোক্তা অধিকার সংরক্ষণ  আইন বিষয়ক আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই ডিসেম্বর ২০২২ রাত ১০:৪৫

remove_red_eye

২৩৯



হাসনাইন আহমেদ মুন্না : ভোলায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভোক্তাদের অধিকার বিষয়ে সরকার খুবই অন্তরিক। তাই এই আইনটি করা হয়েছে। আমরা সকলেই কোন কোন পর্যায়ের ভোক্তা। যে মাছ বিক্রি করে, তাকে অন্য পণ্য কিনতে হয়। তাই পণ্য বিক্রির ক্ষেত্রে সবাইকে নিয়মের মধ্যে থাকতে হবে। ক্রেতাদেরও পণ্য ক্রয়ের ক্ষেত্রে দেখে-শুনে সচেতনতার সাথে কিনতে হবে। এছাড়া যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, নির্বাহী মেজিস্ট্রেট মো: জসিমউদ্দিন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার, বাসস’র সাংবাদিক হাসনাইন আহমেদ মুন্না, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো: সোলায়মান, জেলা চাল আড়ৎ মালিক সমিতির সহ-সভাপতি মো: ফয়সাল প্রমূখ বক্তব্য রাখেন।





আরও...