অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  মোঃ হুমায়ুন কবিরের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২২ রাত ১০:২০

remove_red_eye

২২২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় প্রেসক্লাবের মিলনায়তনে  ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমান,   ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম ,আজকের  ভোলার সম্পাদক আলহাজ্ব মুহামমদ শওকাত হোসেন,  ভোলা জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি এডভোকেট কামাল উদ্দিন উদ্দিন সুলতান , সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন,আহাদ চৌধুরী তুহিন, সাবেক সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম মঞ্জু, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান প্রমুখ।  এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি  জুন্নু রায়হান, জনকন্ঠ সাংবাদিক হাসিব রহমান ,  এনটিভি সাংবাদিক আফজাল হোসেন, সময় টিভির সাংবাদিক নাসির লিটন, ,একাত্তর টিভির সাংবাদিক কামরুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক হাসনাইন  আহমেদ মুন্না, জিটিভির হেলাল উদ্দিন,সাংবাদিক মনিরুল ইসলাম মনির, এটিএন বাংলার সাংবাদিক ছিদ্দিক উল্লাহ, দেশ টিভির ছোটন সাহা, চ্যানেল টুয়ান্টি ফোরের আদিল হোসেন তপু, যমুনা টিভির জুয়েল সাহাসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম,  পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম , হকার্স সমিতির সভাপতি মোখলেসুর রহমান সুমন ও সম্পাদক মোঃ মনির। প্রয়াত হুমায়ন কবিরের এক মাত্র ছেলে নুর মোহাম্মদ আদম তার বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু।
স্মরণ সভায় বক্তারা বলেন, প্রয়াত মোঃ হুমায়ুন কবির একজন সৎ নির্লোভ ভাল মানুষ ছিলেন। তার কর্মময় জীবনের ভালো দিক গুলো তুলে ধরে তার সহকর্মীগন। হুমায়ুন কবির রাজনৈতিক ছিলেন না। সাংবাদিকতায় অবিচল। এক নিষ্ঠ ধার্মিক ছিলেন ।  হুমায়ুন কবির ভালো মানুষ ছিলেন ।  
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত কাবিল জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ মাহবুবুর রহমান। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন খলিফা পটির ফেরদৌস হাফেজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ রিজোয়ান নূর আদর।





আরও...