অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলা প্রেসক্লাবের অফিস সহায়ক সমীরকে কুপিয়ে জখম


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২২ রাত ০৯:৫৪

remove_red_eye

৪৮২

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলা প্রেসক্লাবের অফিস সহায়ক ও ক্যামেরাম্যান সমীর ব্যানার্জীকে করাত দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে সমীর প্রেসক্লাব থেকে শহরের সার্কুলার রোডের বাসায় গিয়ে দেখেন ইউনুস মুন্সির ছেলে সজিবের নেতৃত্বে কয়েক সন্ত্রাসী মন্দিরের ও ওই বিরেন রায় চৌধুরীর বাড়ির একটি ঘর দখল নেয়ার পায়তারা করছিল।বাড়ির নারীরা এগিয়ে এলে সন্ত্রাসী সজিব নারীদের লাঞ্ছিত করতে থাকে। সমীর বিষয়টি পুলিশকে জানাতে গেলে সন্ত্রাসী সজিব করাত দিয়ে সমীরের মাথায় কুপিয়ে জখম করে। হাতের আঙ্গুলে জখম করে।সমীকে হত্যা করতে উপর্যুপরি হামলা চালালে প্রিয়াঙ্কা নামে সমিরকে বাঁচাতে গেলে ওই নারীকে কুপিয়ে জখম করে। হাতের সাঁকা ভেঙে দেয়। শ্লিলতাহানীর চেষ্টা চালায়। সমীর ও আহত নারীদের চিৎকারে আসপাশের মানুষ ছুটে এলে সন্ত্রাসী সজিব তার বাহিনী নিয়ে সটকে পড়ে। এমনকি এ ঘটনায় থানায় মামলা করার সময় ওই সন্ত্রাসীকে থানার সামনেও সমীরকে হুমকী দিতে দেখা যায়। এ ঘটনায় সাংবাদিকরা নিন্দা জানিয়েছে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। ভোলা থানার ওসি শাহীন ফকির জানান এ ঘটনায় মামলা হয়েছে। আসামী সজিবকে গ্রেফতারের চেষ্টা চলছে। সমীর ও আহত নারীরা ভোলা হাসপাতালে চিকিৎসাধিন আছেন। সমীরের মাথায় ১২টি সেলাই,  হাতে ৪টি সেলাই দিতে হয়েছে। হাসপাতালের তত্বাবধায়ক ও আরএমও জানান, সমীরের মাথায় মারাত্বক জখম হয়েছে। চিকিৎসা চলছে।

 





আরও...