অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় ৫শ ৬২ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও ৫ গুণী ব্যাক্তিকে সংবর্ধনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২২ রাত ০৮:৫৩

remove_red_eye

২৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা জেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণ মেধাবী ৫৬২ জন শিক্ষার্থী ও ৫ জন গুণী ব্যাক্তিকে সংর্বধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের আয়োজনে এ সবংর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ।
ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে ৫৬২জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট ১৮ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি ও সনদ তুলে দেয়া হয়।

এছাড়াও গুনী ব্যাক্তিত্ব অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল আলম, অস্ট্রেলিয়া সিকিউ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ওলাভ মুরলিংক, অস্ট্রেলিয়া মেলবোর্নের আর এম আইটি ইউনিভার্সিটির স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ড. ফিরোজ আলম, অস্ট্রেলিয়া জেডএনআরএফ ইউনিভাসিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস অ্যাডজান্ট প্রফেসর ড. মাসুদ ঈসা ও ঢাকার আর্দশ প্রাণিসেবা লিমিটেডে এর ব্যবস্থাপনা পরিচালক ফিদা হককে সবংর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম,সদও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুস,কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন প্রমুখ।





আরও...