অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় পরিবেশ ক্লাবের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২২ রাত ০৮:১৪

remove_red_eye

৩০১



বাংলার কণ্ঠ প্রতিবেদক : আমার এলাকা আমার হাতেই হোক পরিষ্কার’ এই স্লোগান কে সামনে নিয়ে ভেলুমিয়া পরিবেশ ক্লাবের উদ্যোগে ভেলুমিয়া বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
জনসাধারণের মাঝে প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা বিষয়ে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে, ভেলুমিয়া পরিবেশ ক্লাব, স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানটি এলাকায় ব্যপক সাড়া ফেলেছে।

উক্ত পরিচ্ছন্নতা অভিযানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন-সমাজকর্মী দুলাল মাতাব্বর এছাড়া আরও উপস্থিত ছিলেন-এসইপি প্রকল্পের পরিবেশ কর্মকর্তা মোঃ আরিফুর রহমান। টেকনিক্যাল কর্মকর্তা ডা. লেলিন মজুমদার ও ভেলুমিয়া পরিবেশ ক্লাবের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ভোলার ৩টি উপজেলার ৯ টি ইউনিয়নে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) বাস্তবায়ন করছে। ভোলা জেলায় জলবায়ু ও পরিবেশগতভাবে টেকসই মহিষ খামার গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রকল্পটি ২০১৯ সাল থেকে কাজ করে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় কর্ম এলাকার ৯ টি ইউনিয়নে ৯ টি পরিবেশ ক্লাব গঠন করা হয়েছে। এসব ক্লাবের উদ্যোগে বিভিন্ন পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম সম্পাদিত হয়ে আসছে।








আরও...