অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলার প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্বাতী করঞ্জাইর প্রথম প্রয়াণ  দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২২ রাত ০৯:৫৬

remove_red_eye

২৮৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: গভীর শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হয়েছে ভোলার প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংগীত,  আবৃত্তি ও নাট্য শিল্পী স্বাতী করঞ্জাই এর প্রথম প্রয়ান দিবস। এ উপলক্ষে স্বাতী করঞ্জাই'র নিজের সংগঠন ভোলা থিয়েটার মঙ্গলবার সন্ধ্যায় " গানে, কথায় ও কবিতায় শ্বাতী করঞ্জাই স্মরণ " শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। ভোলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শ্বাতী করঞ্জাইকে শ্রদ্ধা ও ভালাসার সাথে স্মরণ করে স্মৃতিচারণ করেন ভোলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার, মানবাধিকার কর্মী রাজনীতিবিদ মোবাশ্বের উল্লাহ চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, এ্যাডভোকেট জয়ন্ত বিশ্বাস, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু,  সহসভাপতি জুন্নু রায়হান, প্রভাষক মোঃ এরশাদ প্রমুখ।

ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আবৃত্তি ও সঙ্গীত এর পাশাপাশি শ্বাতী করঞ্জাইকে স্মরণ করে কথা বলেন সঙ্গীত শিল্পী মনির চৌধুরী, সঙ্গীত শিল্পী অঞ্জনা সাহা, ঝুমা চক্রবর্তী, আবৃত্তি শিল্পী শার্মিন জাহান শ্যামলী, আবৃত্তি ও নাট্য শিল্পী অতনু করঞ্জাই, জিয়া উদ্দীন জিয়া, আবিদুল আলম, বাঁধন তালুকদার, মশিউর রহমান পিংকু, কপিল দে, জাগ্রত বিশ্বাস, অহর্ষি করঞ্জাই, যন্ত্রশিল্পী প্রদীপ রায়সহ ভোলা থিয়েটার এবং শহরের বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ।





আরও...