অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনের দুই ইউপির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২২ রাত ১০:১৬

remove_red_eye

৩১২


শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ



চরফ্যাশন প্রতিনিধি : সীমানা জটিলতা কাটিয়ে দীর্ঘ ১১ বছর পর ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ও ওমরপুর ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ইভিএম পদ্বতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই ইউনিয়নে নৌকা প্রতিক প্রার্থীর চেয়ে বেশী ভোট পেয়ে দুই স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) প্রার্থী জয়লাভ করেছেন।  আসলামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মিলিটারী আনারস প্রতীক পেয়ে ৪০৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্ব›দ্বী নুরে আলম বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক পেয়েছেন ৩৬৭৭ ভোট। অপর দিকে ওমরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এ,কেএম, সিরাজুল ইসলাম আনারস প্রতীক পেয়ে ৫০৫৯ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকট তম প্রতিদ্ব›দ্বী মো. রিয়াজুল ইসলাম  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬৮০ ভোট। উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেন।
আসলামপুর ইউনিয়নে নুরে আলম  ও ওমরপুরে রিয়াজুল ইসলাম নৌকা প্রতীকের বিপরীতে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবুল  কাশেম মিলিটারী স্বতন্ত্র আনারস প্রতীক এবং  ওমরপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম স্বতন্ত্র আনারস নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

এদিকে সোমবার সকাল ৮ টায় দুই ইউনিয়নে প্রথমবারের মত ইভিএম পদ্বতিতে ভোট গ্রহণ শুরু হয়। সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। শান্তিপূর্ণ পরিবেশে  লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। তবে কেন্দ্রের সামনে ও সড়কে প্রার্থীদের পক্ষে শ্লোগান দিয়ে মিছিল এবং মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন করতে দেখা গেছে। সকাল ১১ টায় ওমরপুর ইউনিয়নে মধ্য আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে প্রার্থীরা তাদের সমর্থক নিয়ে ভোট কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে শ্লোগান দেয়। পরে পুলিশ তাদের শান্ত করে সরিয়ে দেয়। এছাড়া আচরণ বিধি লঙ্ঘন করে একই ইউনিয়নের সড়কে প্রার্থীদের পক্ষে মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন করে প্রার্থীর সমর্থকরা। অপরদিকে ওই ইউনিয়নের ৩ নং আলীগাঁও আব্দুল গফুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের পাশেই প্যান্ডেল করে ভোটার ও কর্মীসমর্থকদের  জন্য ভুড়ি ভোজের আয়োজন করা হয়েছে।এছাড়াও একই ইউনিয়নের ইয়াকুব মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ১নং কক্ষে ইভিএম মেশিনে রুটি দেখা দেয় প্রায় ৩০ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। চরফ্যাশন উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,ভোট গ্রহণ শান্তিপূন্য ভাবে হয়েছে।  দুই  ইউনিয়নে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৭৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন।