অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০১৯ রাত ১০:৫৪

remove_red_eye

৫১৭

এইচ আর সুমন \ ভোলা- চরফ্যাসন সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় সালেহা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তালতলি এলাকায় কাভার্ডভ্যানটি সালেহা বেগমকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে পরে বিকালে তিনি মারা যান।
নিহতের বাড়ি ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোল্লা বাড়ির জয়নাল আবেদিন এর স্ত্রী। গতকাল শুক্রবার দুপুরে তিনি তালতলি এলাকায় মেয়ের বাড়ি যাচ্ছিলেন। রাস্তার পাশে দাড়ানো অবস্থায় দ্রæতগামী একটি ট্রাক সালেহাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্বার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। আজ সকাল ১০ টায় জানাযা শেষে তাকে দাফন করানো হবে।