অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে সাংবাদিকের ছেলের গোল্ডেন জিপিএ -৫ অর্জন


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২২ রাত ০৯:২৮

remove_red_eye

২৯৭



দৌলতখান সংবাদদাতা : এস এস সি পরীক্ষার ফলাফলে দৈনিক মানবজমিন পত্রিকার দৌলতখান  প্রতিনিধি ও দৌলতখান  প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক  মোঃ জাকির  আলমের একমাত্র পুত্র  মারজুক রহমান বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ -৫ পেয়েছে। সে দৌলতখান সরকারি  উচ্চ বিদ্যালয় থেকে  এস এস সি পরীক্ষায় অংশ নেয়।  সে পিইসি ও জেএস সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। সে কাঙ্খিত  ফলাফলের পর মহান আল্লাহর দরবারে  শুকরিয়া আদায় করে । এমন সাফল্যে সে বাবা- মা এবং বিদ্যালয়ের  শিক্ষকদের অবদানের কথা স্বীকার করে।   ভবিষ্যতে ডাক্তার হতে  আগ্রহী  মারজুক রহমান সকলের দোয়া প্রার্থী। তাঁর মা সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের সহকারী  শিক্ষিকা। বড় বোন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী।