অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় অফিসার্স ক্লাবের টেনিস  কমপ্লেক্স ও খেলার মাঠ উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২২ রাত ১০:১১

remove_red_eye

২৫২



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে অফিসার্স ক্লাবের নবনির্মিত টেনিস কমপ্লেক্স এবং খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে টেনিস কমপ্লেক্স এবং খেলা মাঠের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। প্রধান অতিথির তার বক্তব্যে তিনি বলেন, পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগ একা মাদক নিমূল করতে পারবেনা। মাদক নিমূলে করতে জনসচেতনতা লাগবে। ছেলে-মেয়েদের খেলাধুলায় বেশি সম্পৃক্ত করতে হবে। তাহলেই মাদক নিমূল করা সহজ হবে।

ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান প্রমূখ। এ সময় প্রশাসনের কর্মকর্তা ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।





আরও...