অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে ক্ষুদে  বিজ্ঞানীদের মাছে পুরুস্কার বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২২ রাত ০৯:৪৩

remove_red_eye

২৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলায় দুইদিনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (বিজ্ঞান মেলা) শেষে বৃহস্পতিবার ৩ গ্রæপে ৯ জন ক্ষুদে বিজ্ঞানী সেরা হয়েছেন। এরা হচ্ছেন ক্লাব পর্যায়ে মহাকাশ পর্যবেক্ষনে মোঃ নাজমুল আহসান, কম জ্বালানীতে লঞ্চ বা নৌযানের গতি বৃদ্ধি প্রজেক্টে ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের মনন রায় অর্ক, একই সংগঠনের মনতাহিনা নেহেরা ও মাশফিয়া লুভাছা।
 প্রেজেক্ট ছিল লাইভ বয়া ও স্যাটেলাইট সিটি। স্কুল গ্রæপে চরনোয়াবাদ মুসলিম স্কুলের সাজিদা ইসমাইল,  ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আদনান
 নাবিলা , টবগী স্কুলের মোঃ  ইমন। কলেজ গ্রæপে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের মোসাম্মত সাদিকা,  উদিচী দে  ও ভোলা কলেজ থেকে তুতীয় হয়েছে আরাফাত হোসেন জুয়েল। এছাড়া কুইজ অলিম্পিয়াডে পুস্কার পেয়েছে মোঃ সাজ্জাদুর রহমান, মোঃ মাহামুদুর রহমান,  তালহা মাহমুদ, জাদিরা জান্নাত, উদিচী দে, তানজিমুর রহমান, তামিম মুনতাহির, রহিম নিপার জাহান, সায়মা কবির, স্বস্তি মজুমদার।
পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম,  উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ,  উপজেলা প্রোগ্রাম অফিসারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।





আরও...