অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় শিক্ষা বাজেটের  উপর মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২২ রাত ০৯:২৯

remove_red_eye

২১৯





বাংলার কণ্ঠ প্রতিবেদক : আগামী বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন শিক্ষা সংশ্লিস্টরা। গতকাল বুধবার সকালে ভোলা সদর উপজেলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানিয়ে বক্তারা বলেন, শিক্ষার যে বাজেট সেটা শিক্ষার জন্য যথেষ্ট নয়। বিগত দিনে শিক্ষা খাতে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। কিন্তু করোনার মহামারির পর শিক্ষা খাত রীতিমতো এলামেলো অবস্থায় আছে। করেনার থাবা শিক্ষার সেই গতিকে যেন থামিয়া দিয়েছে। করোনাকালের ব্যাপক ক্ষতি কাটিয়ে ওঠা এবং প্রাথমিক থেকে উচ্চশিক্ষা ক্ষেত্রের মান উন্নয়ন, নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান চালু, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসা জাতীয়করণ, শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো, মানসম্মত শিক্ষক ও শিক্ষা নিশ্চিতের জন্য শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। কেউ কেউ আবার জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষায় বরাদ্দের দাবি জানিয়েছেন।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা , গন সাক্ষরতা অভিযান ও সিএম পিএ এ মতবিনিময় সভার আয়োজন করেছে। সভায় ম‚ল প্রবন্ধ উপস্থাপন করেন গণস্বাক্ষরতা অভিযানের ডেপুটি ম্যানেজার আঃরউফ। সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশিষ্ট শিক্ষাবিদ রুহুল আমিন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাদব চন্দ্র দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর ভোলার উপপরিচালক আবেদ শাহ, সাংবাদিক নেয়ামত উল্যাহ, নিগার সুলতানা রিংকু, শিক্ষক পারভেজ প্রম‚খ। মতবিনিময় সভার উপস্থাপনা করেন জিজেইউএস এর অতিরিক্ত পরিচালক (হিসাব ও অথর্) মোঃ মোস্তফা কামাল। মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





আরও...