অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২২ রাত ০৯:২২

remove_red_eye

২৪৬


হাসনাইন আহমেদ মুন্না : ‘ইন্টারনেটে আসক্তির ক্ষতি’ প্রতিপাদ্য নিয়ে ভোলায় আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২। বুধবার বেলা ১১ টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন। এখানে মোট ২৫ টি স্টল স্থান পেয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল হামিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টিএস এম ফিদা হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মো: দেলোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায় এবং অপ্রাতিষ্ঠানিক পর্যায়ে যারা বিজ্ঞান নিয়ে চর্চা করেন তারা এখানে অংশ গ্রহণ করেছেন। এর মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীরা তাদের স্কুল বা কলেজে যেসব থিউরি শিখছে সেটার আলোকে অথবা নিজেদের উদ্ভাবনীমূলক যেসব চিন্তা চেতনা আছে সেটা কাজে লাগিয়ে বিভিন্ন ধরণের প্রজেক্ট এখানে নিয়ে এসেছে। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের আরো বিজ্ঞানভিত্তিক বিষয় বস্তু উদ্ভাবন করতে সহযোগীতা করবে। আজ বৃহস্পতিবার পুরস্কার বিতরণের মধ্যদিয়ে এর সমাপ্তি ঘটবে।





আরও...