অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলা ক্লাব থেকে বিপুল পরিমান বিয়ার ও বিদেশি মদসহ ২ জন আটক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০১৯ রাত ১২:২১

remove_red_eye

৫৩৭

ইসতিয়াক আহমেদ \ ভোলা মডেল থানার সামনে ভোলা ক্লাব থেকে অভিযান চালিয়ে ৩৭২ পিচ বিয়ার ও ১৭ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এসময়  ২ জনকে আটক করা হয়।   রবিবার দুপুরে বরিশাল অঞ্চলের র‌্যাব ৮ এর অভিযান চালায়।

র‌্যাবের ভোলা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এ এস পি ইফতিখার আহমেদ এর নেতৃত্বে ভোলা ক্লাবে  অভিযান চালিয়ে  ক্লাবের বিভিন্ন কক্ষ তল্লাশি করা হয়। এসময়  একটি আলমারি থেকে ৩৭২ পিচ বিয়ার ও ১৭ বোতল বিদেশী মদ উদ্ধার করে। র‌্যাব জানায়, বিয়ার ও মদ বেচা কেনার অভিযোগে ভোলা ক্লাবের কর্মচারী মাইনুদ্দিন (৫৫) ও তার সহযোগী মজিবুর রহমান (৪৮)কে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে মাদক দ্রব্য আইনের আওতায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়।