অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে কমল ঘোষের বসতঘর পুড়ে ছাই


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২২ রাত ০৯:৫৪

remove_red_eye

৩১৬

দৌলতখান  সংবাদদাতা: ভোলার দৌলতখানের ব্যবসায়ী কমল চন্দ্র ঘোষের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে নয় টার দিকে  দৌলতখান পৌরসভার ৬ নং ওয়ার্ডের হিন্দু কলোনিতে ভয়াবহ আগুন লাগার এঘটনা ঘটে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে কলোনিসহ এলাকার লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রæত আগুন নিয়ন্ত্রনে আনে। এতে আগুনে পুড়ে যাওয়া ঘর সংলগ্ন কলোনির আশপাশ এলাকার অন্যান্ন বসত ঘর আগুন থেকে রক্ষা পায়। আগুনে দৌলতখান সরকারি হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নির্ঝর ও তার ছোট বোন শহিদ আবদুল হামিদের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী চৈতীর স্কুলের বই, খাতা  আসবাবপত্রও আগুনে পুড়ে গেছে। আগুনে  বসত ঘর, কাপড়চোপড়, নগদ টাকা, ঘরে থাকা স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা ও কমল ঘোষ জানায়, বাজার থেকে এলপি গ্যাসের বোতল আনার পর চুলার সাথে সংযোগ দেয়ার সময় ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। ওই সময় রান্না ঘরে লাকরির চুলায় আগুন জ্বালিয়ে রান্নাবান্নার কাজ চলছিল।  সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মাকসুদুর রহমান বাহার, কাউন্সিলর ফয়েজ উল্লাহ, হিন্দু, বৌদ্ধ- খৃষ্টান পরিষদের নেতা অশিত রজ্ঞন দাস আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ঘর পরির্দশন করেছেন।